ব্রিটেনে ইইউ-তে থাকা না থাকার প্রশ্নে গণভোট চলছে

ব্রিটেনে ইইউ-তে থাকা না থাকার প্রশ্নে গণভোট চলছে

ব্রিটেন,  ইইউ, গণভোট,  ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ নাগরিক, আয়ারল্যান্ড,

আজকের (বৃহস্পতিবার) ভোটের মাধ্যমে ঠিক হবে- ব্রিটেন ২৮ জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকবে নাকি জোট থেকে বেরিয়ে যাবে। গণভোট শুরু হয়েছে আজ স্থানীয় সময় সকাল ৭টায় এবং শেষ হবে রাত ১০টায়। গণভোটে ভোটাধিকার প্রয়োগ করবে চার কোটি ৬০ লাখ ব্রিটিশ নাগরিক। আজকের ভোটের মাধ্যমে অবসান হবে দীর্ঘদিনের একটি বিতর্কের যে বিতর্কের কারণে ব্রিটেনে নানামুখী ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছিল। ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে বিপক্ষে ভেদাভেদ এতটাই তৈরি হয়েছিল যে, এ বিতর্ককে কেন্দ্র করে ব্রিটেনে একজন এমপি হত্যার ঘটনা পর্যন্ত ঘটেছে।

গণভোটে ভোট দিচ্ছেন ব্রিটেন ও আয়ারল্যান্ডের নাগরিক এবং কমনওয়েলথভুক্ত দেশ থেকে ব্রিটেনে যাওয়া অভিবাসী যারা ১৮ বছর ধরে ব্রিটেনে বসবাস করছেন। এছাড়া, জিব্রাল্টারের নাগরিকরাও ভোট দিতে পারবেন। ফলে সাইপ্রাস ও মাল্টার নাগরিক যারা ব্রিটেনে বসবাস করছেন তারা ভোট দিতে পারবেন। সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে-শতকরা ৪৫ ভাগ ব্রিটিশ নাগরিক ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে চান অন্যদিকে শতকরা ৪৪ ভাগ এর বিরোধিতা করছেন।

 

নতুন কমেন্ট যুক্ত করুন