অত্যাচারি সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

জাতিসংঘ খাদ্য এবং কৃষি সংস্থা ও বিশ্ব খাদ্য প্রকল্প তাদের প্রতিবেদনে বলেছে, ইয়েমেনে গত এক বছরে খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে। ৩০ লাখ ইয়েমেনি শিশু বর্তমানে অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

অত্যাচারি সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

জাতিসংঘ খাদ্য এবং কৃষি সংস্থা ও বিশ্ব খাদ্য প্রকল্প তাদের প্রতিবেদনে বলেছে, ইয়েমেনে গত এক বছরে খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে। ৩০ লাখ ইয়েমেনি শিশু বর্তমানে অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, ৭০ লাখ ইয়েমেনি অর্থাৎ মোট জনসংখ্যা এক চতুর্থাংশ জরুরি খাদ্য নিরাপত্তারও নিচে জীবন কাটাচ্ছে। ২০১৫ সালের জুন থেকে এ পরিস্থিতি ১৫ ভাগ বেড়েছে উল্লেখ করে এতে আরো বলা হয়েছে, ইয়েমেনের আরো ৭১ লাখ মানুষ খাদ্য সংকটে রয়েছে।

জাতিসংঘের মানবিক সমন্বয়কারী জেমি ম্যাকগোল্ডড্রিক বলেন, ইয়েমেনে ব্যাপক খাদ্য সংকটের বিষয়টি এ থেকে পরিষ্কার হয়ে উঠেছে। তিনি একে বিশ্বের সবচেয়ে মারাত্মক সংকট হিসেবে উল্লেখ করে আরো বলেন, দিনে দিনে এ সংকট গভীরতর হচ্ছে।

নতুন কমেন্ট যুক্ত করুন