আমেরিকার প্রতি ধৈর্য হারাচ্ছে রাশিয়া

আমেরিকার প্রতি ধৈর্য হারাচ্ছে রাশিয়া

আমেরিকার প্রতি ধৈর্য হারাচ্ছে রাশিয়া

আমেরিকা,  রাশিয়া,  সিরিয় সরকার,  তাকফিরি,  সন্ত্রাসী,  ওয়াশিংটন,  রাশিয়া,

সিরিয় সরকারের বিরুদ্ধে লড়াইরত তাকফিরি সন্ত্রাসীদের লক্ষ্য করে ওয়াশিংটনের হামলা করতে অস্বীকার করাকে কেন্দ্র করে মস্কো ধৈর্য হারাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া।

রুশ জেনারেল স্টাফের প্রধান ভ্যালারি গেরাসিমভ বলেন, দায়েশ এবং আন নুসরা ফ্রন্টের অবস্থান তিন মাস আগে জানিয়ে দেয়া সত্ত্বেও মার্কিন নেতৃত্বাধীন জোট এ সব অবস্থান লক্ষ্য করে হামলার বিষয়ে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়া ইস্যুতে আমেরিকা ধৈর্য হারাচ্ছে বলে যে হুশিয়ারি উচ্চারণ করেছিলেন তার জবাবে গেরাসিমভ বলেন, সিরিয়া পরিস্থিতি নিয়ে আমেরিকা নয় বরং রাশিয়া তার ধৈর্য হারাচ্ছে। সিরিয়ায় যুদ্ধবিরতি বজায় রাখা এবং জাতীয় সংহতির জন্য দেয়া সব প্রতিশ্রুতি ও চুক্তি পুরোপুরি রাশিয়া মানছে বলেও জানান তিনি।

 

নতুন কমেন্ট যুক্ত করুন