সিরিয়া সীমান্ত থেকে দায়েশকে এক্ষুনি সরাতে হবে: তুরস্ক

সিরিয়া সীমান্ত থেকে দায়েশকে এক্ষুনি সরাতে হবে: তুরস্ক

সিরিয়া সীমান্ত,  দায়েশ,  তুরস্ক,  মেভলুত চাভুসওগ্লু, তুর্কি টেলিভিশন,

তুর্কি টেলিভিশন এনটিভি-কে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের সীমান্তের কাছে অবস্থান নেয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদেরকে শিগগিরি সরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মানজিব এলাকা থেকে এসব সন্ত্রাসীকে সরানোর জন্য আংকারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

চাভুসওগ্লু সিরিয়ার যে এলাকার কথা উল্লেখ করেছেন সে এলাকাকে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তাদের জন্য রসদ সরবরাহ করার জন্য রুট হিসেবে ব্যবহার করে আসছে।

চাভুসওগ্লু সন্ত্রাসীদেরকে সরিয়ে দেয়ার জন্য যে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তার মাঝে সেনা অভিযানের ইঙ্গিত রয়েছে কিনা তা পরিষ্কার নয়।

 

নতুন কমেন্ট যুক্ত করুন