আমেরিকা চরমপরিণতি ভোগ করতে হবে: ইরান

আমেরিকা চরমপরিণতি ভোগ করতে হবে: ইরান

আমেরিকা,  চরমপরিণতি,  ভোগ,  ইরান , পারস্য উপসাগর, মার্কিন,

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, সাম্প্রতিক ভুল থেকে শিক্ষা না নিলে আমেরিকাকে চরম পরিণতি ভোগ করতে হবে। তার এ বক্তব্য ইরানের টেলিভিশনে প্রচারিত হয়েছে। 

পারস্য উপসাগরে ইরানের পানিসীমায় ঢোকার পর ১০ মার্কিন সেনাকে গ্রেফতারের কথা তুলে ধরে তিনি বলেন, আমেরিকাকে সাম্প্রতিক ঐতিহাসিক সত্য থেকে শিক্ষা নিতে হবে। তিনি আরো বলেন, মার্কিন সেনাদের গ্রেফতারের মধ্যদিয়ে প্রমাণ হয়েছে- আইআরজিসি শক্তিশালী নৌবাহিনী ও সশস্ত্র বাহিনী গঠন করেছে। এ বাহিনী ইরানের স্বার্থ এবং স্বাধীনতা রক্ষায় সক্ষম। 

ইরানের সামরিক মহড়া নিয়ে বিশ্বের বলদর্পী কোনো শক্তি বিধি-নিষেধ আরোপ করলে তেহরান তা মেনে নেবে না বলেও ঘোষণা করেন জেনারেল সালামি। তিনি বলেন, কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে সামরিক মহড়া চালানোর আইনি অধিকার রয়েছে ইরানের। 

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী কেউ ভয় দেখানোর চেষ্টা করলে ইরান আন্তর্জাতিক আইনের আওতায় তা দৃঢ়ভাবে মোকাবেলা করবে বলেও ঘোষণা করেন তিনি।

হোসেইন সালামি  ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বলেছেন, ১৯৮২ সালের সাগর বিষয়ক কনভেনশন অনুযায়ী মার্কিন সরকার ও তার আঞ্চলিক মিত্ররা হরমুজ প্রণালী ব্যবহারের পাশাপাশি যদি আমাদের হুমকি দিতে চায় তাহলে তাদের কোনও জাহাজ বা নৌকাও এ প্রণালী দিয়ে চলাচল করতে দেয়া হবে না। 
তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, এই কনভেনশনের আলোকে হরমুজ প্রণালীতে কারো চলাচল যদি আমাদের জন্য ক্ষতির কারণ হয় তাহলে তা প্রতিরোধ করা যায়। তাই হরমুজ প্রণালী ব্যবহারের পাশাপাশি আমেরিকা ও তার মিত্ররা যদি আমাদের হুমকি দেয় তাহলে চলাচলকে ক্ষতিবিহীন করার আইন অনুযায়ী আমরা তাদের কোনও জাহাজ ও নৌকাকেও এ প্রণালী দিয়ে চলাচল করতে দেব না।

 

নতুন কমেন্ট যুক্ত করুন