মার্কিন ইরাকের রাজনৈতিকে উত্তেজিত করে রেখেছে

মার্কিন ইরাকের রাজনৈতিকে উত্তেজিত করে রেখেছে

মার্কিন,  ইরাকের রাজনৈতি, দৈনিক রেসালাত, ইরাকি জনগণ, দায়েশ,  আমেরিকা,

ইরানের খ্যাতনামা দৈনিক রেসালাতে লিখেছে, ইরাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তার পেছনে মার্কিন কর্মকর্তাদের হাত রয়েছে। দৈনিকটি আরো লিখেছে, ইরাক ভেঙে খণ্ড-বিখণ্ড করার জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে সেদেশে নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে।

বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সঙ্গে ইরাকি জনগণের লড়াইয়ের কথা উল্লেখ করে দৈনিকটির প্রতিবেদনে আরো এসেছে, সেদেশের জনগণের উচিৎ অত্যন্ত সতর্ক থাকা যাতে আমেরিকা নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক সংকট সৃষ্টির কোনো সুযোগ না পায়। এ মুহূর্তে তাদের কর্তব্য হচ্ছে দায়েশকে নির্মূল করা এবং এরপর রাজনৈতিক সংকট সমাধানের দিকে মনোনিবেশ করা।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন