কাতারের শাসক পরিবারের আর্থিক তথ্য ফাঁস
কাতারের শাসক পরিবারের আর্থিক তথ্য ফাঁস
কাতারের ক্ষমতাসীন আস-সানি পরিবার, দেশটির গোয়েন্দা সংস্থার সদস্য এবং আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক কর্মীদের ব্যাংক পাসওয়ার্ড ও স্পর্শকাতর তথ্য ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে অজ্ঞাত পরিচয় হ্যাকাররা।
কাতার ন্যাশনাল ব্যাংক বা কিউএনবি’র নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গ করার পর এসব তথ্য ফাঁস হয়ে যায়। এতে ব্যাংকের কয়েক হাজার ক্রেতার তথ্য রয়েছে বলে জানা গেছে। ফাঁস হওয়া তথ্যের পরিমাণ ১.৫ গিগাবাইট। এর মধ্যে স্পর্শকাতর অর্থনৈতিক তথ্য, নানা ফাইল এবং ব্যাংকের অভ্যন্তরীণ দলিলপত্র রয়েছে।
কে বা কারা এগুলো অনলাইনে প্রকাশ করেছে তা জানা যায় নি। ইন্টারনেটে প্রকাশিত এসব তথ্যের মধ্যে "এসপিওয়াই, ইন্টেলিজেন্স" নামের একটি ফোল্ডার রয়েছে এবং এতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়, এমআই৬ এবং মুখাবারাত নামে পরিচিত কাতারের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরোর তথ্য রয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন