শত্রুদের হুমকি নির্মূল করবে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র

শত্রুদের হুমকি নির্মূল করবে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র

শত্রু, আন্তঃমহাদেশ,  ক্ষেপণাস্ত্র,  ইরান, পররাষ্ট্র মন্ত্রণালয়,

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগের মহাপরিচালক হামিদ বায়েদিনেজাদ বলেছেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম এবং সম্পূর্ণভাবে নিজস্ব প্রতিরক্ষার চিন্তা থেকেই তেহরানের সামরিক নীতি গড়ে উঠেছে।

তিনি বলেছেন, “আমাদের দেশের সামরিক শক্তি বাড়ছে এবং এখন আমাদের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। সামরিক ক্ষেত্রে আমাদের কোনো প্রযুক্তিগত সীমাবদ্ধতাও নেই।” হামিদ বায়েদিনেজাদের এ বক্তব্য বাসিরাত ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটটি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে সম্পর্কযুক্ত।

বায়েদিনেজাদ আরো বলেছেন, “বৈজ্ঞানিক শক্তি আজ আমাদের এমন সুযোগ দিয়েছে যে, এখন আমরা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও তৈরি করতে পারি।” তিনি পরিষ্কার করে বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে বহু দেশের মতো ইরান তার সামরিক নীতি সহিংসতা ও হুমকি বাড়ানোর জন্য গড়ে তোলে নি বরং ইরানের সামরিক শক্তি গড়ে তোলা হয়েছে শত্রুদের হুমকি নির্মূল করার জন্য।

 

নতুন কমেন্ট যুক্ত করুন