এবার দায়েশ রকেট হামলা করলো তুরস্কের মসজিদে
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর কিলস’র একটি মসজিদের ওপর রকেট হামলা চালানো হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর অব্যাহত হামলা থেকে এ অঞ্চলকে রক্ষা করা হবে বলে তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর ঘোষণার পরপরই এ হামলা চালানো হলো।
এবার দায়েশ রকেট হামলা করলো তুরস্কের মসজিদে
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর কিলস’র একটি মসজিদের ওপর রকেট হামলা চালানো হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর অব্যাহত হামলা থেকে এ অঞ্চলকে রক্ষা করা হবে বলে তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর ঘোষণার পরপরই এ হামলা চালানো হলো।
মসজিদটি ওই এলাকার গভর্নরের দফতর থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত। গত কয়েক সপ্তাহ ধরেই সিরিয়া সীমান্তের সন্ত্রাসী নিয়ন্ত্রিত এলাকা থেকে ওই এলাকার ওপর বারবার রকেট হামলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, মোটর সাইকেলে করে সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে ভেতরে ঢোকে এবং তাদেরকে লক্ষ্য করে হামলা চালানোর আগেই গুলি চালিয়ে পালিয়ে যায়।
নতুন কমেন্ট যুক্ত করুন