ইরাকি সেনা ৭০ দায়েশি সন্ত্রাসীকে হত্যা এবং অস্ত্র গুদাম ধ্বংস করেছে

ইরাকি সেনা ৭০ দায়েশি সন্ত্রাসীকে হত্যা এবং অস্ত্র গুদাম ধ্বংস করেছে

ইরাকি সেনা, দায়েশ, সন্ত্রাসী, হত্যা, অস্ত্র গুদাম, ধ্বংস,

সুমারিয়ে নিউজ চ্যানেল জানিয়েছে ইরাকের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর এক বড়সড় অভিযানে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অনেক সদস্য নিহত হয়েছে। আল আনবার প্রদেশের হেইয়াত শহরের উপকণ্ঠে ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে।

এদিকে, ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর কয়েকটি গ্রুপ ফালুজা শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় কৌশলগত আল-কারামে উপশহরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই তারা আল বুরহাইম এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে। এরপর নিরাপত্তা বাহিনী উদ্ধারকৃত ওই এলাকায় সন্ত্রাসীদের পেতে রাখা ১৩০টি বোমা নিষ্ক্রিয় করে দেয়।

অন্য এক খবরে জানা গেছে, ইরাকি সেনাবাহিনীর একটি জঙ্গিবিমান আর্‌ রাতবে এলাকায় সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদের গুদামে বোমা বর্ষণ করেছে। ওই হামলায় অস্ত্র ধ্বংস হওয়া ছাড়াও দশ সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হয়েছে।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন