বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করা হবে ভুল সিদ্ধান্ত: ওবামা
বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করা হবে ভুল সিদ্ধান্ত: ওবামা
গতকাল (রোববার) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হবে ভুল সিদ্ধান্ত। একইসঙ্গে তিনি সিরিয়ায় মার্কিন কোনো পদাতিক সেনা মোতায়েন করার কথাও নাকচ করে দিয়েছেন।
ওবামা বলেন, “প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য সিরিয়ার মাটিতে পদাতিক সেনা পাঠানো আমেরিকা, ব্রিটেন কিংবা পশ্চিমা যেকোনো দেশের জন্য ভুল হবে।”
ওবামা এ সাক্ষাৎকারে আরো বলেন, সিরিয়া সংকটে ইরান, রাশিয়া ও তার ভাষায় মধ্যপন্থি বিরোধীদলসহ যত পক্ষ জড়িত আছে সবার উচিত ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ সৃষ্টি করা। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে বারাক ওবামা বলেন, “তারা যে পরিবেশ তৈরি করেছে তা ধীরে ধীরে আমরা নস্যাৎ করে দিতে পারব।”
নতুন কমেন্ট যুক্ত করুন