লিবিয়া থেকে পালালো দায়েশ

লিবিয়া থেকে পালালো দায়েশ

লিবিয়া,  দায়েশ, দেরনা, তাকফিরি,  সন্ত্রাসীগোষ্ঠী

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নগরী 'দেরনা' থেকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে হটিয়ে দিয়েছে। সন্ত্রাসীরা তাদের প্রধান ঘাঁটি সিত্রের দিকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

দেরনা’র ওমর মোখতার নিরাপত্তা অভিযান কক্ষের মুখপাত্র আবদেলকরিম সাবরা বলেন, ৩২টি গাড়িতে করে দায়েশ সদস্যরা পালিয়ে গেছে। তারা তাদের নেতা আবুবকর আল বাগদাদির নির্দেশে দেরনা’র দক্ষিণে পালিয়ে গেছে বলে জানান তিনি।

পালিয়ে যাওয়ার সময় দায়েশ সদস্যরা একটি কৌশলগত এলাকার পেট্রোল কেন্দ্র বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি। লিবিয়া থেকে মিশরে যাওয়ার পথে ওই পেট্রোল কেন্দ্রটি অবস্থিত।

 

নতুন কমেন্ট যুক্ত করুন