ইরাকি বিমান বাহিনী দায়েশের তেলবহর ধ্বংস করল

ইরাকি বিমান বাহিনী দায়েশের তেলবহর ধ্বংস করল

ইরাক,  বিমান বাহিনী,  দায়েশ,  তেলবহর,  ধ্বংস, তাকফিরি,  সন্ত্রাসী গোষ্ঠী,

ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে ইরাকের বিমান বাহিনী উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি তেলবহর ধ্বংস করে দিয়েছে। ইরাকি বিমান বাহিনীর এ হামলাকে সন্ত্রাসী গোষ্ঠীর তেল পাচার বাণিজ্যের ওপর বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে। ইরাকি বিমান হামলায় গোটা বহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং বহরের গাড়িগুলোতে আগুন ধরে যায়। হামলায় অন্তত আট সন্ত্রাসী নিহত এবং সমসংখ্যক ব্যক্তি আহত হয়েছে। সোমবার আইএইচএস কনফ্লিক্ট মনিটর বলেছে, তেলপাচার থেকে ৪৩ শতাংশ অর্থ আয় করে দায়েশ। বাকি অর্থ নির্যাতনমূলক কর, সম্পত্তি জবরদখল, মাদক পাচার, পণবন্দি আটকের মাধ্যমে আয় করে থাকে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন