আমেরিকার বেশিরভাগ মানুষ মার্কিন সংবাদ মাধ্যমকে বিশ্বাস করে না

আমেরিকার বেশিরভাগ মানুষ মার্কিন সংবাদ মাধ্যমকে বিশ্বাস করে না

আমেরিকার বেশিরভাগ মানুষ মার্কিন সংবাদ মাধ্যমকে বিশ্বাস করে না

আমেরিকা,  মার্কিন সংবাদ,  অ্যাসোসিয়েটেড প্রেস, মার্কিন কংগ্রেস,

মার্কিন সংবাদ মাধ্যমগুলো পক্ষপাতমূলক ও একপেশে আচরণ করে বলে তারা মনে করেন। এছাড়া যথার্থ এবং সঠিক সংবাদও তারা পরিবেশন করে না বলে মার্কিন বেশিরভাগ নাগরিক বিশ্বাস করেন।

অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ এবং আমেরিকান প্রেস ইন্সটিটিউটের মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। মার্কিন কংগ্রেসসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি মার্কিন মানুষের যেমন আস্থা কম তেমনি মার্কিন সংবাদ শিল্পের প্রতি আস্থা প্রায় সে পর্যায়ে নেমে এসেছে বলে এ জরিপে দেখা গেছে। আর এ কারণেই আমেরিকার বেশিরভাগ মানুষই দেশটির সংবাদ মাধ্যমকে বিশ্বাস করেন না।

জরিপে অংশ নেয়া ১০ জনের মধ্যে চারজনই বলেছেন, মার্কিন সংবাদ মাধ্যমের প্রতি আস্থা নষ্টের সুনির্দিষ্ট কারণ তাদের মনে রয়েছে। এ ক্ষেত্রে মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর হয় সঠিক ছিল না আর না হয় একপেশে ছিল বলে জরিপে দেখা গেছে। 

জরিপে অংশ নেয়া প্রতি ১০ জনের মধ্যে ৬ জনই দিনে বহুবার খবর পড়েন বা শোনেন। কম্পিউটার, মোবাইল ফোন বা ট্যাবলেট ব্যবহারের কারণে পছন্দমত সময়ে খবর শোনা তাদের জন্য সহজ হয়ে উঠছে।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন