ইরাকি বাহিনী দায়েশের ৩টি প্রধান ঘাঁটি ধ্বংস করল
ইরাকি বাহিনী দায়েশের ৩টি প্রধান ঘাঁটি ধ্বংস করল
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তিনটি প্রধান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে দেশটির বিমান বাহিনী। হামলায় এক ডজনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। ইরাকের এফ-১৬ জঙ্গিবিমান দিয়ে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালানো হয় এবং ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
মসুলের তাল-কাইফ এলাকায় এসব ঘাঁটির অবস্থান ছিল। ইরাকের আরবি ভাষার আস-সুমেরিয়া ওয়েবসাইট রোববার এ খবর দিয়েছে। আস-সুমেরিয়া বলেছে, দায়েশের অন্যতম অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা কাসিম আল-ফারাহাতসহ ১৭ জন সন্ত্রাসী বিমান হামলায় নিহত হয়।
নতুন কমেন্ট যুক্ত করুন