বিমান হামলায় দায়েশের আয়ে ধস

বিমান হামলায় দায়েশের আয়ে ধস

বিমান হামলা, দায়েশ,  তাকফিরি,  সন্ত্রাসী গোষ্ঠী,

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আয়ে ধস নেমেছে এবং গত বছরের তুলনায় তাদের আয় অন্তত ৩০ শতাংশ কমে গেছে। এ কারণে অর্থ আদায়ের জন্য নিজেদের নিয়ন্ত্রিত এলাকার মানুষের ওপর নিবর্তনমূলক নতুন কর চাপিয়ে দিচ্ছে দায়েশ। গবেষণা সংস্থা আইএইচএস কনফ্লিক্ট মনিটর আজ (সোমবার) এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত বছরের মাঝামাঝি সময় পর্যন্ত দায়েশের মাসিক আয় ছিল প্রায় আট কোটি ডলার। কিন্তু চলতি বছরের মার্চ মাসে এসে এ আয় পাঁচ কোটি ৬০ লাখ ডলারে নেমে গেছে। দায়েশের আয়ের ৪৩ শতাংশ আসে তেল বিক্রি থেকে। দৈনিক তেল উৎপাদন ৩৩ হাজার ব্যারেল থেকে কমে ২১ হাজার ব্যারেলে নেমে আসায় তাদের আয় কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দায়েশের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে এবং এতে দায়েশের জন্য চ্যালেঞ্জ বাড়বে। আইএইচএস’র সিনিয়র বিশ্লেষক লুদোভিকো কার্লিনো বলেন, রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন জোটের কথিত বিমান হামলার কারণে প্রধানত দায়েশের আয়ে ধস নেমেছে।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন