তাকফিরিরা ইরানের জন্য প্রধান হুমকি: পুরদাস্তান
তাকফিরিরা ইরানের জন্য প্রধান হুমকি: পুরদাস্তান
ইরানের ইরানি সেনাবাহিনীর পদাতিক বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরদাস্তান বলেছেন, শত্রুকে মোকাবেলার জন্য ইরানি সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং শত্রুর কোনো পদক্ষেপেই অপ্রস্তুত অবস্থায় পড়বে না ইরান। এ ছাড়া, তাকফিরি গোষ্ঠীকে ইরানের জন্য প্রধান হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি।
ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি’র তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর ওপর নজর রাখছে এবং যদি ইরানের জন্য সামান্য হুমকি হয়ে ওঠার মতো সামান্য তৎপরতা চালালেও তাও ইরানের গোয়েন্দাদের নজরে পড়বে। ইরানের সীমান্তের বাইরেই তাদের পরাজিত করা হবে বলেও ঘোষণা করেন তিনি। তিনি আজ(শুক্রবার) তেহরানের জুমআর নামাজের খোতবার আগে দেয়া ভাষণে এ সব কথা বলেন।
ভূমি-সাগর বা আকাশে শত্রুদের তৎপরতাকে খতিয়ে দেখছে ইরানি গোয়েন্দা বিভাগের বিশেষজ্ঞরা এ কথা উল্লেখ করে তিনি বলেন, সে অনুযায়ী শত্রুর হুমকি নস্যাৎ করার মতো প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটাচ্ছে ইরান।
নতুন কমেন্ট যুক্ত করুন