জামায়াতে ইসলামীকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে নিষিদ্ধ করা উচিত: জয়

জামায়াতে ইসলামীকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে নিষিদ্ধ করা উচিত: জয়

জামায়াতে ইসলামী, সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ,  জয়, সজীব ওয়াজেদ,

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করা উচিত।

তিনি এ মন্তব্য করেন। সজীব ওয়াজেদ বলেন, “আমরা বাঙালিরা ১৯৭১ সাল থেকে জানি যে, জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন। এখন আবারও এটি আইএসের তরফ থেকে সরাসরি প্রমাণ হলো। জামায়াতের সদস্যরা সক্রিয়ভাবে আইএসে যোগ দিচ্ছে। আজ পর্যন্ত যত জঙ্গি বাংলাদেশে গ্রেফতার হয়েছে, তারা সব জামায়াতের অথবা এর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সদস্য ছিল। এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা উচিত।”

সম্প্রতি তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএলের সাময়িকী দাবিক-এর চতুর্দশ সংখ্যায় প্রকাশিত এক সাক্ষাৎকারে সংগঠনটির বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফ দাবি করেন, জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কিছু নেতা-কর্মী আইএসে যোগ দিয়েছেন।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন