ইসরাইলি বাণিজ্য সংস্থা সুদান থেকে সোনা ও ইউরেনিয়াম পাচার করছে

ইসরাইলি বাণিজ্য সংস্থা সুদান থেকে সোনা ও ইউরেনিয়াম পাচার করছে

ইসরাইল,  বাণিজ্য সংস্থা,  সুদান,  সোনা, ইউরেনিয়াম,

স্থানীয় প্রধান হাসান আবদুল্লাহ দুদু বলেন, ইহুদিবাদী ইসরাইলের বাণিজ্য সংস্থাগুলো সুদানের খনি থেকে ইউরেনিয়াম এবং সোনা পাচার করছে। সুদানের জঙ্গিদের সঙ্গে জোট বেঁধে দক্ষিণ কোরদোফান রাজ্য থেকে এ সব মূল্যবান ধাতু পাচার করে ইহুদিবাদী ইসরাইলে নিয়ে যাওয়া হচ্ছে। সুদান পিপলস লিবারেশন-নর্থ বা এসপিএলএম-এন নিয়ন্ত্রণ এলাকাগুলোতে খনি থেকে ধাতু তুলছে ইসরাইলিরা। পরে এগুলো দক্ষিণ সুদানে পাচার করছে এবং সেখান থেকে এ সব ধাতুসহ অন্যান্য ধাতুও ইসরাইলে পাঠিয়ে দেয়া হচ্ছে। দক্ষিণ কোদোফান রাজ্যের কৌশলগত উমম সারদাবাদ জেলায়ও ড্রিলিং তৎপরতায় নিয়োজিত রয়েছে চোরাচালানকারীরা।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন