সৌদি আরব ইয়েমেনে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে
সৌদি আরব ইয়েমেনে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে
ইয়েমেনের জনপ্রিয় সংগঠন 'আনসারুল্লাহ' অভিযোগ করেছে, সৌদি আরব ও তার ভাড়াটে সেনারা অব্যাহতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। জাতিসংঘের মধ্যস্থতায় সেখানে যুদ্ধবিরতি কার্যকর করা হচ্ছে। আনসারুল্লাহ বলেছে, সোমবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও সৌদি যুদ্ধবিমানগুলো গোটা ইয়েমেনে আবাসিক এলাকার ওপর বোমা হামলা অব্যাহত রেখেছে।
হুথি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সৌদি ভাড়াটে বাহিনী উত্তর ইয়েমেনের সা’দা প্রদেশের জাওয়াফ এবং মা'রিবের আবাসিক এলাকাগুলোর ওপর রকেট হামলা চালাচ্ছে। এ ছাড়া, তা’য়েজ প্রদেশেও একই ধরনের হামলা হচ্ছে বলে জানানো হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন