দায়েশ চুরি বিদ্যা দ্বারা আয় করল ২০ কোটি ডলার

দায়েশ চুরি বিদ্যা দ্বারা আয় করল ২০ কোটি ডলার

দায়েশ,  চুরি বিদ্যা,  ডলার, তাকফিরি,  সন্ত্রাসীগোষ্ঠী,  আইএসআইএল,

জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার স্থায়ী রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল বা দায়েশ চোরাই প্রত্ন সম্পদ বিক্রি করে বছরে প্রায় ২০ কোটি ডলার আয় করছে। সিরিয়া থেকে পাচার করে আনা এসব প্রত্ন সম্পদ বিক্রির কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলীয় তুর্কি নগরী গাজিয়ানতেপ।

চিঠিতে তিনি আরো বলেন, কালোবাজারে যেসব প্রত্ন সম্পদ বিক্রি হয় তার বেশির ভাগই সিরিয়া থেকে পাচার করে তুরস্কে আনা হয়েছে। ওয়েবসাইটে অবৈধভাবে নিলামের মাধ্যমে এবং স্থানীয় বাজারে এসব পণ্য বিক্রি হয় বলেও জানান তিনি।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন