মার্কিন সরকার অসততার প্রতীক ও অবিশ্বস্ত: ইরানের সর্বোচ্চ নেতা
মার্কিন সরকার অসততার প্রতীক ও অবিশ্বস্ত: ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি মার্কিন সরকারকে অসততার প্রতীক হিসেবে অভিহিত করে বলেছেন, এ সরকারকে যে বিশ্বাস করা যায় না তা তার নানা আচরণে স্পষ্ট হয়ে গেছে এবং কোনো কোনো পশ্চিমা সরকার মার্কিন সরকারেরই লেজুড়বৃত্তি করছে।
আর এই পরিস্থিতির কারণে ইরানকে নিজের শক্তি-সামর্থ্যের ওপরই নির্ভর করতে হবে বলে তিনি আবারও পরামর্শ দিয়েছেন।
আজ বুধবার ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক সমাবেশে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি এইসব কথা বলেছেন।
ইরানি জাতি যদি আন্তরিকভাবে তৎপর হয় তাহলে সর্বশক্তিমান আল্লাহ তাদের সহায়তা করবেন বলে ইরানের সর্বোচ্চ নেতা দৃঢ় আশা ব্যক্ত করেন।
তিনি বলেছেন, সামাজিক ও ব্যক্তি জীবনে সব সময়ই উন্নতি ও অবনতি এবং কষ্ট ও আরাম রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল সব পরিস্থিতিতেই মূল লক্ষ্যকে ভুলে না যাওয়া।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ইরানের কর্মকর্তা ও জাতির মধ্যে নানা ধরনের দৃষ্টিভঙ্গি সত্ত্বেও জাতীয় ঐক্য বজায় রয়েছে। আর এই ঐক্য এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সমানুভূতি নিয়ে ইরানের ইসলামী বিপ্লবের লক্ষ্যগুলো অর্জনের জন্য সবাইকে কাজ করে যেতে বলে তিনি ইরানি কর্মকর্তাদের পরামর্শ দেন।
নতুন কমেন্ট যুক্ত করুন