কুফা নগরি নামকরণের ইতিহাস
কুফা নগরি নামকরণের ইতিহাস
এস, এ, এ
ইসলামের ইতিহাসে স্মৃতিবিজড়িত যে শহরগুলো আজও বিশ্বে বিদ্যমান রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে কুফা নগরি। উক্ত শহরটির নামকরণের ক্ষেত্রে বিভিন্ন রেওয়ায়েত বর্ণিত হয়েছে। রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, প্রথমবার কুফা অথবা কুফাবাসি শব্দটি মেরাজে হজরত জিব্রাইল (আ.) এবং রাসুল (সা.) থেকে উচ্চারিত হয়।
ইমাম সাদিক (আ.) বলেন: যে রাতে মহান আল্লাহ তায়ালা হজরত মোহাম্মাদ (সা.)কে মেরাজে ডেকে পাঠান। যখন হজরত জিব্রাইল (আ.) এবং রাসুল (সা.) উক্ত এলাকার উপর দিয়ে অতিক্রম করছিলেন তখন হজরত জিব্রাইল (আ.) রাসুল (সা.) কে জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আল্লাহ! আপনি কি জানেন আমরা এখন কোন এলাকার উপর দিয়ে অতিক্রম করছি? আমরা এখন কুফা মসজিদের উপর দিয়ে অতিক্রম করছি। তখন রাসুল (সা.) বলেন: হে জিব্রাইল (আ.)! আল্লাহর কাছে অনুমতি নাও যেন আমি এখানে দুই রাকাত নামাজ পড়তে পারি। হজরত জিব্রাইল (আ.) অনুমতি নেন এবং রাসুল (সা.) (বর্তমানে কুফা মসজিদে মাকামে রাসুল (সা.) রূপে নিদৃষ্ট করা হয়েছে) সেখানে দুই রাকাত নামাজ আদায় করেন। (কাফি, খন্ড ৩, পৃষ্ঠা ৪৯০)
অন্য এক স্থানে কুফা সম্পর্কে রেওয়ায়েতে এভাবে বর্ণিত হয়েছে যে, কুফা হচ্ছে আরবের নেতৃত্বস্থানিয় এলাকা সমূহের মধ্যে একটি। কেননা এখান থেকেই আল্লাহর দ্বিনকে রক্ষা করা হবে এবং ঈমান সমূহকে একত্রিত করা হবে। (এলালুশ শারায়ে, পৃষ্ঠা ৪৬১)
নতুন কমেন্ট যুক্ত করুন