খালেদা জিয়া আত্মসমর্পন করে পাঁচ মামলায়ই জামিন পেলেন

খালেদা জিয়া আত্মসমর্পন করে পাঁচ মামলায়ই জামিন পেলেন  

খালেদা জিয়া,  আত্মসমর্পন,  মামলা,  জামিন,

আজ (মঙ্গলবার) ঢাকার আলাদা পাঁচটি বিচারিক আদালতে আত্মসমর্পণের পর বেগম খালেদা জিয়া জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। যাত্রাবাড়ী থানার হত্যা মামলা, বিশেষ ক্ষমতা আইনের মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা, গুলশানের নাশকতার মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মোট পাঁচ মামলায় বেগম খালেদা জিয়া আইনজীবীর মাধ্যমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।  

আজ (মঙ্গলবার) সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে যাত্রী হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। শুনানি শেষে  বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত। একই সঙ্গে জামিন পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনও। 

এর পরই ঢাকার বিশেষ জজ-৩ আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে আত্মসমর্পণ করে গ্যাটকো দুর্নীতি জামিনের আবেদন করেন খালেদা জিয়া। বেলা পৌনে ১২টায় ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

সেখান থেকে বেলা ১২টা ৫ মিনিটে দিকে ঢাকার সিএমএম আদালতে  হাজির হয়ে  নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা বিস্ফোরণের মামলা, মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় রাষ্ট্রদ্রোহের মামলা এবং যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় খালেদা জিয়া জামিনের আবেদন করেন। বেলা সোয়া একটায় শেষ হয় তিন মামলার জামিনের আবেদনের শুনানি। পরে পর্যায়ক্রমে জামিন মঞ্জুর করেন ঢাকার তিনটি পৃথক ম্যাজিস্ট্রেট আদালত।

 

নতুন কমেন্ট যুক্ত করুন