কুকুর কখনও তার নিজ লেজে কামড় দেয় না: ব্রিটেনের এমপি
কুকুর কখনও তার নিজ লেজে কামড় দেয় না: ব্রিটেনের এমপি
ব্রিটেনের সংসদের লেবার পার্টির এমপি বব ক্যাম্পবেল সাম্প্রতিক বোমা হামলার জন্য তিনি ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছেন। তিনি বলেছেন,তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইসরাইলে হামলা চালানো থেকে বিরত রয়েছে এ কারণে যে কুকুর কখনও তার নিজ লেজে কামড় দেয় না।
ক্যাম্পবেল সম্প্রতি সামাজিক নেটওয়ার্কের একটি ছবি শেয়ার করেছেন যেখানে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দেহের অর্ধেক অংশ জুড়ে দায়েশের কথিত ‘খলিফা’ আবুবকর বাগদাদি যুক্ত রয়েছে এবং ছবির মধ্যে লেখা রয়েছে, ‘দায়েশ তথা আইএসআইএলই হচ্ছে একমাত্র সন্ত্রাসী গোষ্ঠী যে সিরিয়া থেকে দুই হাজার মাইল সফর করে প্যারিসে হামলা করতে পারলেও মাত্র ৫২ মাইল দূরে অবস্থিত ইসরাইলের ওপর হামলা করে না! কারণ, কুকুর কখনও তার নিজ লেজে কামড় দেয় না।
ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ দায়েশ তথা আইএসআইএলকে নিয়ন্ত্রণ করছে বলেও তিনি মন্তব্য করেছেন।
নতুন কমেন্ট যুক্ত করুন