পাশ্চাত্যকে কখনও বিশ্বাস করা যায় না: আসাদ
পাশ্চাত্যকে কখনও বিশ্বাস করা যায় না: আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ রুশ বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া সাক্ষাতকারে সিরিয়ার বর্তমান পরিস্থিতি তুল ধরতে গিয়ে এ কথা বলেছেন পাশ্চাত্যের ওপর নির্ভর করে কোনো সমস্যারই সমাধান করা সম্ভব নয়।
প্রেসিডেন্ট আসাদ বলেন, পাশ্চাত্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সব রীতিনীতি উপেক্ষা করে চলেছে। এ কারণে বিশ্বের দেশগুলোর উচিৎ এমন এক বন্ধু নির্বাচন করা যে কিনা বিপদের সময় পাশে থাকবে।
সিরিয়ার প্রেসিডেন্ট আরো বলেছেন, বিদেশীদের চাপিয়ে দেয়া যুদ্ধে আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি এবং আমরা এমন এক পৃথিবীতে বসবাস করছি যেখানে আন্তর্জাতিক অধিকার কিংবা নৈতিকতার কোনো স্থান নেই। তিনি বলেন, অন্য সব কিছুর আগে ধর্মীয় কিংবা রাজনৈতিক অসহিষ্ণুতা থেকে সবার দূরে থাকা উচিৎ কারণ এগুলো সমাজকে ধ্বংস করে দেয়।
নতুন কমেন্ট যুক্ত করুন