তালেবান যাদবকে আইএসআই’র কাছে বিক্রি করেছে
তালেবান যাদবকে আইএসআই’র কাছে বিক্রি করেছে
সাবেক এক উচ্চ পদস্থ জার্মান কূটনীতিবিদের বরাত দিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দু আজ (রোববার) এ খবর দিয়েছে পাকিস্তানে আটক কথিত ভারতীয় গুপ্তচর কুলবুশাহন যাদবকে তালেবান অপহরণ করে দেশটির সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই’র কাছে বিক্রি করে দিয়েছে।
বাহরাইন, কুয়েত এবং সিরিয়ায় নিযুক্ত সাবেক জার্মান রাষ্ট্রদূত গুন্টার মুলাক করাচিতে দেয়া ভাষণে এ দাবি করেন বলে জানিয়েছ হিন্দু। মুলাক দাবি করেন, ভারতীয় সাবেক নৌকর্মকর্তা যাদবকে তালেবান অপহরণ করে পাক গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করে দেয়।যাদবকে বেলুচিস্তান প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে বলে ঘোষণা করেছিল পাকিস্তান।
এ ছাড়া, আটক ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর কথিত গুপ্তচরের স্বীকারোক্তিমূলক ভিডিও প্রকাশ করেছে পাক সরকার। ছয় মিনিটের এ ভিডিও ফুটেজে পাকিস্তানে বিশেষ করে বেলুচিস্তান প্রদেশ এবং বন্দরনগরী করাচির সন্ত্রাসী তৎপরতায় র-এর জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন যাদব। ভিডিও’তে যাদব বলেন, পাকিস্তানে ভেতরে এবং আশপাশে বেলুচ স্বাধীনতাকামী আন্দোলনের সঙ্গে সম্পর্কিত কিছু তৎপরতায় জড়িত ভারত।
তিনি আরো বলেন, ‘র’২০১৩ সালে তাকে নিয়োগ দিয়েছে। তখন থেকে তিনি বেলুচিস্তান এবং করাচিতে র-এর নির্দেশনায় নানা তৎপরতায় জড়িত ছিলেন। এ ছাড়া, করাচির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্যও কাজ করেছেন তিনি।
এদিকে, এ ভিডিও ফুটেজ প্রকাশ করার সময় পাক কর্তৃপক্ষ দাবি করেছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি'র উন্নয়ন ব্যাহত করাই ছিল যাদবের লক্ষ্য এবং গোয়াদর বন্দর ছিল তার বিশেষ লক্ষ্যবস্তু।
নতুন কমেন্ট যুক্ত করুন