কাতারে বহুমুখী সেনা ঘাঁটি নির্মাণের নামে তুরস্কের ষড়যন্ত্র

কাতারে বহুমুখী সেনা ঘাঁটি নির্মাণের নামে তুরস্কের ষড়যন্ত্র

কাতার,  তুরস্ক,  তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, তুর্কি বিমান,

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইসমেত ইলমাজ জানিয়েছেন কাতারে তুর্কি বিমান ও নৌবাহিনীর জন্য এ ঘাঁটি তৈরি হচ্ছে। আগামী দু’বছরের মধ্যে এটি ব্যবহার উপযোগী হয়ে যাবে বলে । দেশ দুইটির মধ্যে সই করা নিরাপত্তা চুক্তির আওতায় এ ঘাঁটি নির্মিত হচ্ছে।

তুরস্কের সংসদ এ চুক্তি অনুমোদন করেছে উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ এ অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় তুরস্ক অবদান রাখতে চায়।

তিনি বলেন, কাতার এবং তুরস্ক ২০১৪ সালে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি সই করেছে। এদিকে, তুরস্কের ১০০ সেনা কাতারে মোতায়েন রয়েছে এবং তারা কাতার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে বলে এর আগে খবর প্রকাশিত হয়েছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন