ফাঁস হলো সিআইএ-এর নির্যাতনের কথা
ফাঁস হলো সিআইএ-এর নির্যাতনের কথা
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত খবরে এ বিষয়টি ফাঁস করেছে যে, সিআইএ’কে সহায়তাকারী সংস্থাগুলোকে দিয়ে নির্যাতন চালানোর জন্য বন্দিদেরকে অন্য দেশে পাঠিয়েছে মার্কিন এ গোয়েন্দা সংস্থা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ভিন্ন দেশে পাঠানোর আগে বন্দিদের নগ্ন ছবি তুলেছে।
সিআইএ যে 'বন্দি নির্যাতনের ঘটনায় জড়িত নয়' সেটি প্রমাণ করার জন্য বা এ সংক্রান্ত রাজনৈতিক বা আইনি প্রক্রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য নগ্ন ছবি তুলে রাখাকে প্রয়োজনীয় মনে করেছে এই গোয়েন্দা সংস্থা। অন্য দেশে পাঠানোর পর নির্যাতনে বন্দিদের দশা কি দাঁড়ায় তা বের করার জন্যেই বন্দিদের নগ্ন ছবি তুলে রাখা হতো বলে দাবি করেছে সিআইএ।
সিআইএ’র তোলা ছবিতে অনেক বন্দিকে চোখ বাঁধা অবস্থায় দেখা গেছে। এ ছাড়া, কোনো কোনো ছবিতে নগ্ন বন্দির পাশে সিআইএ কর্মকর্তা বা ঠিকাদারদেরও দেখা গেছে। কোনো কোনো ছবিতে বন্দির দেহে জখমের আলামত স্পষ্ট ছিল। এ সব ছবির কোনো কোনোটি দেখার সুযোগ পেয়েছেন সাবেক এক মার্কিন কর্মকর্তা। এগুলোকে তিনি "খুব বিভীষিকাময়" বলে বর্ণনা করেছেন।
নতুন কমেন্ট যুক্ত করুন