কাসিদা-এ-আহলে বাইত (আ.)

দূরে নিয়ে যায় যা দ্বিন আর ঈমান থেকে এমন আরাম আয়েশের প্রয়োজন নাই পেয়েছি আহলে বাইতের দাসত্ব আমি পার্থিব ধন সম্পদের আর প্রয়োজন কি হায়

কাসিদা-এ-আহলে বাইত (আ.)

এস, এ, এ

দূরে নিয়ে যায় যা দ্বিন আর ঈমান থেকে

এমন আরাম আয়েশের প্রয়োজন নাই

পেয়েছি আহলে বাইতের দাসত্ব আমি

পার্থিব ধন সম্পদের আর প্রয়োজন কি হায়

দূরে নিয়ে যায়----------- প্রয়োজন নাই

 

(১)

আসে সামনে যদি নবিপূরি ও জান্নাত

আর তখন যদি কেউ বলে তোমার কি চায়

বলবো পেয়ে গেছি নবির দাসত্ব আমি

ঐ জান্নাতের আমার আর প্রয়োজন কি হায়

দূরে নিয়ে যায়----------- প্রয়োজন নাই

(২)

যদি তোমরা কেউ দ্বিনি ইলম পেতে চাও

তবে কেন নবিপুরিকে ভুলে যাও

তবে কি গেছ ভুলে রাসুলের (সা.) বাণি

আমি জ্ঞানের শহর আর তার দ্বার আমার ভাই

দূরে নিয়ে যায়----------- প্রয়োজন নাই

(৩)

রবি উঠে পূর্বে অস্ত যায় পশ্চিমে

দেখে কাবা আর ভাবে সে মনে মনে

আসবে কবে রাসুল (সা.) ও আলির ওয়াসি

ডেকে বলবে সূর্য তুই আবার ফিরে আয়

দূরে নিয়ে যায়----------- প্রয়োজন নাই

(৪)

আসমান বানালেন খোদা, আরশে মোয়াল্লায়

আর হুসাইন বানালো মোয়াল্লো কারবালায়

তাই মন আকবরের এটাইতো চাই

মৃত্যু হয় যেন যেয়ে আমার কারবালায়

দূরে নিয়ে যায়----------- প্রয়োজন নাই

 

(সমাপ্ত)

নতুন কমেন্ট যুক্ত করুন