ফাতেমা নবিজির কন্যা- নাত
ফাতেমা নবিজির কন্যা- নাত
এস, এ, এ
ফাতেমা নবিজির কন্যা, সব গুণে অন্যন্যা
তাইতো ভুলেনি দুনিয়া
ফাতেমা নবিজির কন্যা, সব গুণে অন্যন্যা
(১)
তুমি ছিলে রাসুলের (সা.) মা
আলির অর্ধাঙ্গিনি
হাসনাইনের মা যে তুমি
জয়নাবের জননি
ফাতেমা নবিজির কন্যা, সব গুণে অন্যন্যা
(২)
তুমি হচ্ছো বিযআতুম মিন্নি
আয়েম্মাদের হুজ্জাত
তোমার সন্তান আল মাহদি
হচ্ছে খোদার হুজ্জাত
ফাতেমা নবিজির কন্যা, সব গুণে অন্যন্যা
(৩)
হয় যে লোহা তোমার পরশে
যে, দেখ সোনা
বাড়িয়েছো দাশ-দাশির মান
ফিজ্জা তা ভুলবে না
ফাতেমা নবিজির কন্যা, সব গুণে অন্যন্যা
(৪)
তুমি ছিলে নবুওয়াত ও
ইমামতের জান
তাইতো গাই সব ইমামেরা
তোমার গুণগাণ
ফাতেমা নবিজির কন্যা, সব গুণে অন্যন্যা
(৫)
পাই যে, ভয় খেলাফত তোমায়
পাই যেমন নাজরানবাসি
নারি জাতির গর্ব তুমি
মুমিনের মুখে হাসি
ফাতেমা নবিজির কন্যা, সব গুণে অন্যন্যা
(৬)
ভুলেনি বাগে ফেদাক আর
ভুলেনি কারবালা
গড়েছো তুমি এ ধরায়
আখলাকের পাঠশালা
ফাতেমা নবিজির কন্যা, সব গুণে অন্যন্যা
(৭)
চাই হে খোদা তোমার কাছে
ফাতেমার মারেফাত
জানি এ পথ ধরলে পাব
দুই জাহানে নেজাত
ফাতেমা নবিজির কন্যা, সব গুণে অন্যন্যা
(৮)
শত সালাম জানায় খোদা
আমিও সে দ্বারে
মেরাজ ভাবতো জিব্রাইল তাঁর
এ দ্বারেরই ধারে
ফাতেমা নবিজির কন্যা, সব গুণে অন্যন্যা
(৯)
আছে আকবরের ঈমান
ফাতেমার শেফাআতে
ছিল ঈমান যেমন ইমাম
হুসাইনের আসহাবেতে
ফাতেমা নবিজির কন্যা, সব গুণে অন্যন্যা
(সমাপ্ত)
নতুন কমেন্ট যুক্ত করুন