সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর সক্ষমতা প্রমাণিত হয়েছে: বাশার আসাদ
সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর সক্ষমতা প্রমাণিত হয়েছে: বাশার আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আমেরিকার উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ঐতিহাসিক পালমিরা শহর মুক্ত করায় সেনাবাহিনীর প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন, পালমিরা মুক্ত করার ঘটনায় প্রমাণ হয়েছে, আমেরিকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেনাবাহিনী ও তার মিত্রদের কৌশল সফল।
দামেস্ক সফররত ফরাসি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে আজ (রোববার) আসাদ বলেন,“সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের ক্ষেত্রে সিরিয়ার সেনাবাহিনী ও তার মিত্রদের সক্ষমতার সর্বশেষ প্রমাণ এটি। পাশাপাশি এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।”
তিনি আমেরিকার সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন নাটকিয় জোটের ব্যর্থতার কথাও তুলে ধরেন। আসাদ বলেন, ‘পালমিরা মুক্ত করার ঘটনায় তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের নিজস্ব সামরিক কৌশলের কার্যকারিতা প্রমাণিত হয়েছে।’
নতুন কমেন্ট যুক্ত করুন