রাশিয়া সরে আসায় সিরিয়া কি দুর্বল হয়ে পড়বে?
রাশিয়া সরে আসায় সিরিয়া কি দুর্বল হয়ে পড়বে?
রাশিয়া বলেছে, সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের ফলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দুর্বল হবেন না।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি মঙ্গলবার সিরিয়া থেকে সামরিক সরঞ্জাম ও সেনা প্রত্যাহারের কাজ শুরু করেছে। এর আগে সোমবার মস্কো ঘোষণা করে, সিরিয়া থেকে দেশটির সেনাবাহিনীর মূল অংশকে প্রত্যাহার করা হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সেনা ও সামরিক সরঞ্জামবাহী বিমানের দ্বিতীয় বহর সিরিয়া থেকে মস্কোয় ফিরে গেছে।
বিবৃতিতে একথাও জানানো হয়েছে যে, সিরিয়ায় যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটিতে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে বিমান হামলা চালিয়ে যাবে রাশিয়া। সেইসঙ্গে সিরিয়ায় রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ও মোতায়েন থাকবে।
নতুন কমেন্ট যুক্ত করুন