মিশরেও রক্ষা পাচ্ছে না জঙ্গি তাকফিরি দল

মিশরেও রক্ষা পাচ্ছে না জঙ্গি তাকফিরি দল

মিশর,  জঙ্গি,  তাকফিরি,  উত্তর আফ্রিকা,

'স্কাই নিউজ আরাবিয়া'খবর দিয়েছে যে, উত্তর আফ্রিকার দেশ মিশরের সিনাই উপদ্বীপে দেশটির সেনাবাহিনী অভিযান চালিয়ে এক ডজনের বেশী তাকফিরি সন্ত্রাসীকে হত্যা করেছে।

খবরে আরো বলা হয়েছে, রাজধানী কায়রো থেকে ৩৪০ কিলোমিটার পূর্বে মিশরের সীমান্ত শহর রাফা’র কাছে সন্ত্রাসীদের আস্তানায় হেলিকপ্টার গানশিপ দিয়ে হামলা চালায় দেশটির সেনাবাহিনী। এসব হামলায় দায়েশের সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠী ‘বেলায়েত সিনাই’র ১৭ সদস্য নিহত হয়।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন