সৌদি আরব ও আনসারুল্লাহ বন্দি বিনিময় করল
সৌদি আরব ও আনসারুল্লাহ বন্দি বিনিময় করল
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি খবর দিয়েছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি আরবের মধ্যে বন্দি বিনিময় হয়েছে। আনসারুল্লাহর সাত যোদ্ধাকে মুক্তি দিয়েছে সৌদি আরব এবং বিনিময়ে সৌদি আরবের এক সেনাকে মুক্তি দেয়া হয়েছে। বন্দি বিনিময়ের ক্ষেত্রে উপজাতীয়রা মধ্যস্থতা করেছে।
ইয়েমেন সীমান্তে বসবাসরত উপজাতীয় নেতাদের মধ্যস্থতায় সই হওয়া চুক্তি অনুসারে সীমান্ত এলাকায় সহিংসতা বন্ধ এবং মানবিক ত্রাণ তৎপরতা চালানো হবে। সীমান্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠার এ উদ্যোগকে রিয়াদ স্বাগত জানিয়েছে। সৌদি বার্তা সংস্থা বলেছে, এ চুক্তি রাজনৈতিক সমাধানের পথ খুলে দেবে।
এর আগে, গতকাল (মঙ্গলবার) হুথি আন্দোলনের দুজন সিনিয়ার নেতা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাদের একটি প্রতিনিধিদল সৌদি আরব পৌঁছেছে। প্রতিনিধিদলটি সীমান্ত এলাকায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করবে। সৌদি কর্তৃপক্ষের আমন্ত্রণে ইয়েমেনের প্রতিনিধিদলটি এ সফর করছেন বলে জানা গেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন