‘ইসরাইলের স্বার্থে হিজবুল্লাহকে সন্ত্রাসী বলছে তারা’
‘ইসরাইলের স্বার্থে হিজবুল্লাহকে সন্ত্রাসী বলছে তারা’
ইহুদিবাদী ইসরাইল ও ইসলামের শত্রুদের নির্দেশে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিজিসি। এ কথা বলেছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল হাসান ফিরুজাবাদি।
তিনি বলেছেন, হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে কালো তালিকাভুক্ত করা পিজিসিসি’র জন্য কৌশলগত মারাত্মক ভুল হয়েছে। পিজিসিসি’র এ সিদ্ধান্তকে তিনি ‘চটজলদি’ ও ‘আবেগি’ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
জেনারেল ফিরুজাবাদি বলেন, “হিজবুল্লাহ হচ্ছে লেবাননবাসীর সন্তান। তারা আরব এ দেশটির জন্য অনেক কিছু করেছে।” তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে অঞ্চল থেকে আমেরিকা ও ইসরাইল যে স্বার্থ হাসিল করতে চায় সৌদি আরব সেই অনুযায়ী কাজ করে। আর পিজিসিসি মূলত সৌদি আরবের নীতিই অনুসরণ করেছে। তবে সৌদি আরব ও তার মিত্রদের এ উদ্যোগ ব্যর্থ হবে বলে মন্তব্য করেন ইরানের সামরিক বাহিনীর প্রধান।
গত বুধবার পিজিসিসি হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে কালো তালিকাভুক্ত করেছে। পিজিসিসি’র সদস্য হচ্ছে- সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।
নতুন কমেন্ট যুক্ত করুন