রাশিয়ার কাছে নিরাপত্তা চাইল সিরিয় বিদ্রোহী গোষ্ঠীগুলো

রাশিয়ার কাছে নিরাপত্তা চাইল সিরিয় বিদ্রোহী গোষ্ঠীগুলো

রাশিয়া,  বিদ্রোহী গোষ্ঠী,  সিরিয়া, তাকফিরি, তাকফিরি সন্ত্রাসী,

সিরিয়ার কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী তাদেরকে নিরাপত্তা দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। সিরিয়ার চলমান যুদ্ধবিরতিতে যোগ দেয়ার ফলে দেশটির তাকফিরি সন্ত্রাসীরা এসব বিদ্রোহী গোষ্ঠীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। এ অবস্থার মুখে তারা রুশ সহযোগিতার আহ্বান জানালো। 

সিরিয়ায় যুদ্ধবিরতি সংক্রান্ত রুশ কেন্দ্রের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সের্গেই কুরালেনকো বিদ্রোহীদের সহযোগিতার চাওয়ার খবর দিয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি থেকে রুশ-মার্কিন মধ্যস্থতায় সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে, দায়েশ এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আন-নুসরা ফ্রন্ট নিয়ন্ত্রিত এলাকায় এ যুদ্ধবিরতি কার্যকর হয় নি।

গত সপ্তাহে সিরিয়ার হেমেইমিমের রুশ ঘাঁটিতে সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়। কেন্দ্রটি চালু করার পর বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে ২৩ দফা বৈঠক হয়েছে বলে জানান জেনারেল কুরালেনকো। তিনি বলেন, সিরিয় বিদ্রোহীদের মধ্যে যারা যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে তাদের নেতাদের এবং স্থানীয় প্রশাসন প্রধানদের নিরাপত্তা নিশ্চিত করবে রাশিয়া।

 

নতুন কমেন্ট যুক্ত করুন