লেবাননের স্বার্থ ভুলে গেছে আরব দেশগুলো: হিজবুল্লাহ
লেবাননের স্বার্থ ভুলে গেছে আরব দেশগুলো: হিজবুল্লাহ
পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলো লেবাননের স্বার্থ ভুলে গেছে। এ কথা বলেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, আরব রাষ্ট্রগুলোর মনে লেবাননের স্বার্থের কথা নেই।
আজ (রোববার) এক টেলিভিশন ভাষণে হাসান নাসরুল্লাহ এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, যারা মনে করে আরব দেশগুলো লেবাননকে রক্ষা করবে তারা কল্পনার জগতে আছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের বিরুদ্ধে আরব দেশগুলোর ঐক্যবদ্ধ কৌশলের জন্য অপেক্ষা করলে আজ লেবাননের ভাগ্যেও তাই হতো যা হয়েছে ইসরাইলের দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের ভাগ্যে।
গত বুধবার পিজিসিসি হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে কালো তালিকাভুক্ত করেছে। তার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ মহাসচিব এসব কথা বললেন।
নতুন কমেন্ট যুক্ত করুন