সৌদি ইয়েমেনের মানবিক ইস্যুতে জাতিসংঘের খসড়া প্রস্তাব নাকচ করল

সৌদি ইয়েমেনের মানবিক ইস্যুতে জাতিসংঘের খসড়া প্রস্তাব নাকচ করল

সৌদি,  ইয়েমেন,  জাতিসংঘ,  সৌদি আরব, মুয়াল্লিমি

ইয়েমেনের মানবিক পরিস্থিতির ইস্যুকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব পাসের পরিকল্পণাকে নাকচ করে দিয়েছে সৌদি আরব। জাতিসংঘ এমন সময় এই খসড়া প্রস্তাবের পরিকল্পণা করছে যখন যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে গত মাসে নিহত বেসামরিক ব্যক্তিদের মধ্যে দুই –তৃতীয়াংশের মৃত্যুর জন্য সৌদি আরব দায়ী বলে সংস্থাটির কর্মকর্তারা দাবি করেছেন।

গতকাল (শুক্রবার) জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ ওয়াই আল-মুয়াল্লিমি বলেন, এই মুহুর্তে কোনো খসড়া প্রস্তাব পাসের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।

মুয়াল্লিমি তার ভাষায় বলেন, ইয়েমেনে জাতিসংঘের যেকোনো হস্তক্ষেপ দেশটিতে চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরো দীর্ঘায়িত করতে পারে। জাতিসংঘের সম্ভাব্য প্রস্তাবের ফলে ইয়েমেনের জনপ্রিয় হুথি আন্দোলনকে ‘নতুন জীবন' দান করবে বলেও তিনি মন্তব্য করেন। 

ইয়েমেনের পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এতে উদ্বেগ প্রকাশ করেছে। হামলা থেকে ইয়েমেনের হাসপাতালগুলোকে রক্ষার পাশাপাশি সেখানে মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদ একটি খসড়া প্রস্তাব পাসের বিবেচনা করছে বলে জানা গেছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন