বিদ্রূপের খোরাক হলো দায়েশের সাইবার হামলাকারীরা!
বিদ্রূপের খোরাক হলো দায়েশের সাইবার হামলাকারীরা!
আন্তর্জাতিক সার্চ ইঞ্জিন গোগলের বিরুদ্ধে সাইবার হামলা চালাতে যেয়ে বিশ্বের হাসি ও বিদ্রূপের খোরাকে পরিণত হয়েছে তাকফিরি গোষ্ঠী দায়েশের সাইবার সন্ত্রাসীরা। সাইবার খেলাফত আর্মি বা সিসিএ নামের এ গোষ্ঠী গোগলের বদলে ভারতীয় প্রযুক্তি সংস্থা অ্যাডগোগলঅনলাইন ডট কমের বিরুদ্ধে হামলা চালিয়ে এমন হাসির খোরাক হয়ে উঠেছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সংস্থাগুলোকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও সংক্রান্ত সেবা দিয়ে থাকে অ্যাডগোগলঅনলাইন ডট কম। গানদানি কে নামের এক ব্যক্তি এ সংস্থাকে নিবন্ধন করেছেন। এ প্রতিষ্ঠানের সঙ্গে সিলিকন ভ্যালিভিত্তিক গোগলের কোনো সম্পর্কই নেই।
এতে সাইবার হামলা চালিয়ে আইএসআইএল নিজদের কথিত বিজয় পতাকা উড়িয়ে দেয়। এ ছাড়া, তাকফিরি গোষ্ঠীটির গান ফরাসিতে দেয়া হয়। সিসিএ হ্যাক করেছে সে কথাও লেখে দেয়া হয় ওয়েবসাইটটিতে।
অবশ্য তাদের এ বিজয় বেশিক্ষণ ধোপে টেঁকেনি। আইএসআইএল বিরোধী হ্যাকারগোষ্ঠী ‘এন৩এফএআর১ওইউএস’ পাল্টা সাইবার হামলা চালিয়ে তাদের বার্তা এবং পতাকা মুছে দেয়। সেখানে বসিয়ে দেয় ‘আইসআইএলকে গেলো’ শীর্ষক বিদ্রুপাত্মক শ্লোগান।
নতুন কমেন্ট যুক্ত করুন