আমেরিকার জন্য বাস্তব হুমকি হচ্ছে রাশিয়া

আমেরিকার জন্য বাস্তব হুমকি হচ্ছে রাশিয়া

আমেরিকা,  রাশিয়া,  ইউরোপ,

আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদেশগুলোর জন্য রাশিয়া বাস্তব হুমকি সৃষ্টি করেছে বলে ন্যাটো কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলভ মন্তব্য করেছেন। ফিলিপ ব্রিডলভ হচ্ছেন মার্কিন বিমান বাহিনীর প্রভাবশালী কর্মকর্তা। 

রাশিয়া তার প্রতিবেশী দেশগুলোর ওপর প্রভাব বাড়ানোর পাশাপাশি শত্রুতামূলক নীতি গ্রহণ করেছে বলে গতকাল (মঙ্গলবার) সিনেটের 'আর্ম সার্ভিস কমিটি'র শুনানিতে জেনারেল ফিলিপ ব্রিডলভ অভিযোগ করেন। তিনি বলেন, রাশিয়া শত্রুতামূলক নীতি গ্রহণ করেছে এবং আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদেশগুলোর জন্য দীর্ঘ মেয়াদী 'বাস্তব হুমকি' সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, রাশিয়া তার প্রতিবেশী দেশগুলোর ওপর প্রভাব অক্ষুণ্ণ রাখতে চায় এবং এরই ধারাবাহিকতায় ইউক্রেন, জর্জিয়া এবং মলদোবায় সামরিক অভিযান চালিয়ে এসব দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার ওপর আঘাত হেনেছে।

ব্রিডলভ তার ভাষায় বলেন, বিশ্ব রাজনীতিতে নতুনভাবে আবির্ভূত হতে প্রত্যাশী আগ্রাসী রাশিয়াকে রুখতে ইউরোপে আরো সামরিক স্থাপনা প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন, বিশ্ব রাজনীতিতে রাশিয়া আবারো তার নিজের প্রভাব পুন:প্রতিষ্ঠিত করতে চায়। রাশিয়া কেবল আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে না বরং তারা এগুলো নতুনভাবে লিখতে চায়।

ইউরোপে সামরিক উপস্থিতি আরো জোরদার করার লক্ষ্যে ২০১৭ সালের অর্থ বছরে বাজেট বৃদ্ধির আহ্বান জানান ইউরোপে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল ব্রিডলভ।

 

নতুন কমেন্ট যুক্ত করুন