হিজবুল্লাহকে নিয়ে আরবীয়দের ষড়যন্ত্র

হিজবুল্লাহকে নিয়ে আরবীয়দের ষড়যন্ত্র

হিজবুল্লাহ, লেবানন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত,

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে আখ্যা দিয়েছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি। এ সংস্থার সব সদস্যই রাজতান্ত্রিক দেশ এবং সৌদি আরবের অনুগত রাষ্ট্র।

পিজিসিসিভিুক্ত দেশগুলো হলো সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান এবং কুয়েত। এসব দেশ হিজবুল্লাহ এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত সব শাখা সংগঠনকে আজ (বুধবার) কালো তালিকাভুক্ত করেছে। পিজিসিসি’র মহাসচিব আবদুল লতিফ বিন রাশিদ আজ-যাইয়ান হিজবুল্লাহকে আগ্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অভিযুক্ত করেছেন।

তিনি বলেছেন, “সংগঠনটি পারস্য উপসাগরীয় এলাকার দেশগুলোর তরুণদেরকে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের জন্য রিক্রুট করছে এবং ঘৃণা-বিদ্বেষ ও সহিংসতা ছড়াচ্ছে।” তবে পিজিসিসি তাদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তুলে ধরতে পারে নি। মজার বিষয় হচ্ছে- যে হিজবুল্লাহ সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল ও সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করছে সেই হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে কালো তালিকাভুক্ত করলো আরব রাজতান্ত্রিক দেশগুলো।

 

নতুন কমেন্ট যুক্ত করুন