সিরিয়াতে চলছে দায়েশ নিধন

সিরিয়াতে চলছে দায়েশ নিধন

সিরিয়া, দায়েশ,  তাল আবিয়াদ, তাকফিরি, সন্ত্রাসী গোষ্ঠী, আইএসআইএল

সিরিয়ার উত্তরাঞ্চলীয় গোলযোগপূর্ণ তাল আবিয়াদ শহরের উপকণ্ঠে দেশটির সেনাবাহিনী এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ৩৫ তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে।গতকাল (শনিবার) দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আরো কয়েক ডজন সন্ত্রাসী আহত হওয়ার পাশাপাশি দায়েশের বহু সামরিক যান এতে ধ্বংস হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা' জানিয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী হামা প্রদেশের সালামিয়া শহরের উপকণ্ঠে দায়েশের একটি গাড়ি ভর্তি বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে বলেও খবর পাওয়া গেছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয- জোর শহরে দায়েশের অবস্থানেও দেশটির সেনাবাহিনী বোমা বর্ষণ করেছে।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন