লেবানন সৌদি আরবের দাশ নয়: হিজবুল্লাহ
লেবানন সৌদি আরবের দাশ নয়: হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে লেবানন সৌদি আরবের রাজত্ব নয় এবং কোনো চাপের মুখে রিয়াদের অভিভাবকত্ব মেনে নেবে না বৈরুত। সংগঠনটি আরো বলেছে, লেবাননের কর্মকর্তারা তাদের অবস্থানের কারণে কোনোভাবেই সৌদি আরবের কাছে ক্ষমা চাইবে না।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল ইরান-বিরোধী একটি প্রস্তাবে সই করতে রাজি না হওয়ায় সৌদি আরব মারাত্মক ক্ষিপ্ত হয়েছে। এরপর গত সপ্তাহে প্রতিশ্রুত ৪০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ স্থগিত করেছে। এছাড়া, গতকাল (শুক্রবার) লেবাননের চারটি প্রতিষ্ঠান ও তিন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ রয়েছে বলে রিয়াদ অভিযোগ করেছে।
এসব ঘটনার পর হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, “লেবানন সৌদি আরব কিংবা অন্য কারোর রাজত্ব হবে না। কেউ যেন না ভাবে আমরা সৌদিকে প্রত্যাখ্যান করছি আর অন্যের রাজত্বে পরিণত হচ্ছি।” তিনি আরো বলেছেন, “সৌদি আরব লেবাননকে ক্ষমা চাওয়ার কথা বলে লেবাননের নাগরিকদের মনে আঘাত দিয়েছে। সাম্প্রতিক ঘটনাবলীতে সৌদি আরব আমাদের ওপর আঘাত করে করে যাচ্ছে কিন্তু আমরা আঘাত করছি না।”
এর আগে, গতকাল লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালাম সৌদি আরবের চাপের মুখে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
নতুন কমেন্ট যুক্ত করুন