আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া

আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া

আমেরিকা, উত্তর কোরিয়া, পিয়ংইয়ং, মার্কিন, ব্লু হাউস,

উত্তর কোরিয়ার পিয়ংইয়ং বলেছে, কোনো রকম সশস্ত্র উস্কানি দেয়া হলে মার্কিন মূল ভূখণ্ডে হামলা করা হবে এবং হাজার গুণ বেশি প্রতিশোধ নেয়া হবে।

উত্তর কোরিয়ার শক্তিশালী সুপ্রিম কমান্ড অফ দ্যা কোরিয়ান পিপলস আর্মি এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ।

বিবৃতিতে বলা হয়, মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার বাহিনী হামলা চালাবে বলে সামান্য আভাস পাওয়া গেলে পিয়ংইয়ংয়ের সেনারা আগাম হামলা করবে। এতে আরো বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের হামলার প্রথম লক্ষ্য হবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন 'ব্লু হাউস'। এছাড়া, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকা ও আমেরিকার মূল ভূখণ্ডে অবস্থিত মার্কিন সাম্রাজ্যবাদের ঘাঁটিগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ে আঘাত হানা হবে বলে বিবৃতি উল্লেখ করা হয়।

আগামী ৭ মার্চ থেকে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে উত্তর কোরিয়ায় আগাম হামলার মহড়া চালাবে বলে খবর প্রচারিত হওয়ার পর এ বিবৃতি দিল পিয়ংইয়ং। ‘কি রিজলভ' বা 'ফোল ঈগল’ নামের এ মহড়ায় দক্ষিণ কোরিয়ার ৯০ হাজার এবং আমেরিকার ১৫ হাজার সেনা অংশ নেবে।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন