মধ্যপ্রাচ্যে উড়ছে মার্কিন এফ-২২
মধ্যপ্রাচ্যে উড়ছে মার্কিন এফ-২২
সিরিয়া এবং ইরাকের আকাশে টহল দিচ্ছে আমেরিকার অত্যাধুনিক জঙ্গিবিমান এফ-২২ র্যাপ্টর। মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র টিম স্মিথের বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন নিউজ চ্যানেল এবিসি। যদিও স্মিথ বলছেন, হামলা চালানোর দিক থেকে বিচার করলে এ সব বিমান মোতায়েনের কোনো প্রয়োজনীয়তা নেই।
এ বিমানের পেছনে ৮,০০০ কোটি ডলার ব্যয় হয়েছে এবং দায়েশ বিরোধী লড়াই চালানোর জন্য এ বিমানকে অতি বেশি আধুনিক হিসেবে মনে করা হচ্ছে। অবশ্য স্মিথ দাবি করছেন, এটি অন্যতম মারাত্মক সমরাস্ত্র এবং সুনির্দিষ্টভাবে আঘাত হানার জন্য এ বিমান ব্যবহার হতে পারে।
নতুন কমেন্ট যুক্ত করুন