সৌদি ভুল সিদ্ধান্তের কারণে হারালো আরো ২৪ সেনা

সৌদি ভুল সিদ্ধান্তের কারণে হারালো আরো ২৪ সেনা

সৌদি,  ইয়েমেন, টেলিভিশন চ্যানেল, আল মাসিরা, জিজান প্রদেশ,

দারিদ্রপীড়িত ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরব বর্বরোচিত বিমান হামলা চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিশোধ হিসেবে সেনাবাহিনী হামলা চালালে সৌদি বাহিনী এ বিপর্যয়ের মুখে পড়ে।

ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনি বাহিনী গতকাল শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় জওফ প্রদেশে হামলা চালিয়ে ২৩ সৌদি সেনাকে হত্যা করতে সক্ষম হয়। হামলায় সৌদি বাহিনীর তিনটি সামরিক যান ধ্বংস হয়। সৌদি বাহিনীর বাকি সেনারা যুদ্ধ ক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় এবং নিহত সহযোগী সেনাদের লাশ ফেলে চলে যায়।

এছাড়া, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে ইয়েমেনি স্নাইপারদের আলাদা হামলায় আরেক সৌদি সেনা নিহত হয়। ইয়েমেনি বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালিয়ে মাইন সনাক্তকারী একটি জাহাজ ধ্বংস করতে সক্ষম হয়।

গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর হামলার কারণে কয়েক হাজার নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় ৮ হাজার বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন