সিরিয়া নিয়ে ওবামা ও এরদোগানের ষড়যন্ত্র

সিরিয়া নিয়ে ওবামা ও এরদোগানের ষড়যন্ত্র

সিরিয়া,  ওবামা,  এরদোগান, হোয়াইট হাউজ, মার্কিন প্রেসিডেন্ট,

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনালাপে সিরিয়ার উত্তরাঞ্চলে গোলাবর্ষণ বন্ধ করতে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি দু’পক্ষকে ধৈর্য ধরারও আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট একইসঙ্গে বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের অপব্যবহার করে সিরিয়ার আরো বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়া ঠিক হবে না কুর্দি যোদ্ধাদের। 

তবে এ টেলিফোনালাপ সম্পর্কে তুর্কি প্রেসিডেন্টের দপ্তর বলেছে ভিন্ন কথা। ওই দপ্তর বলেছে, টেলিফোনালাপে প্রেসিডেন্ট ওবামা তুরস্কের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন। সেইসঙ্গে তুর্কি সীমান্তের দিকে কুর্দি যোদ্ধাদের অগ্রাভিযানে উদ্বেগও প্রকাশ করেন ওবামা।

এর আগে এরদোগান শুক্রবার বলেছিলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি যোদ্ধারা তুর্কি বাহিনীর বিরুদ্ধে মার্কিন অস্ত্র ব্যবহার করছে। ওয়াশিংটন কুর্দি যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলেও সরাসরি অভিযোগ করেন তিনি।

 

নতুন কমেন্ট যুক্ত করুন