জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হচ্ছে তুরস্ক ও সৌদি: আসাদ

জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হচ্ছে তুরস্ক ও সৌদি: আসাদ

জঙ্গিবাদ, তুরস্ক, সৌদি, আসাদ, সিরিয়া, বাশার আল-আসাদ,

গতকাল (সোমবার) টেলিভিশনে দেয়া এক ভাষণে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, গত দুই বছর ধরে তুরস্ক ও সৌদি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের পৃষ্ঠপোষক দেশ দুটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে তার দেশে আগ্রাসন চালানোর ষড়যন্ত্র করে আসছে।

সিরিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য তুরস্ক তার সেনা পাঠিয়েছে বলে খবর বের হওয়ার পর বাশার আসাদ এ ভাষণ দিলেন। এর পাশাপাশি সৌদি আরব তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটিতে কয়েকটি জঙ্গিবিমান পাঠিয়েছে। দু দেশই দাবি করছে- তারা উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে।

সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে জার্মানির মিউনিখ শহরে ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপের সম্মেলনে প্রতিষ্ঠিত ঐকমত্যের বিষয়ে প্রেসিডেন্ট আসাদ বলেন, যেকোনো যুদ্ধবিরতি মানেই হবে সন্ত্রাসীদের আর সংগঠিত হতে না দেয়া এবং তাদেরকে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম বহন করার অনুমতি না দেয়া। তিনি আরো বলেন, যদি যুদ্ধবিরতি হয় তাহলে তার মানে এই হবে না যে, সব পক্ষই অস্ত্র ব্যবহার করা বন্ধ করে দেবে।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন