‘সিআইএ প্রধান পেশাদার একজন মিথ্যাবাদি’

‘সিআইএ প্রধান পেশাদার একজন মিথ্যাবাদি’

সিআইএ,  আমেরিকা, জন ব্রেনানকে , আইএসআইএল, দায়েশ

আমেরিকার খ্যাতিমান লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিকি জেড মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন ব্রেনানকে পেশাদার মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন । তিনি বলেছেন, মার্কিন জনগণের মধ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সম্পর্কে ভয়ের আগুন ছড়িয়ে দেয়ার জন্য ব্রেনান সাম্প্রতিক বক্তব্য দিয়েছেন।

ইরানের প্রেস টিভিকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ‘অকুপাই দিস বুক অ্যান্ড অকুপাই দিস ফটোস’ নামক বইয়ের লেখক মিকি জেড বলেন, জন ব্রেনান হচ্ছেন একজন পেশাদার মিথ্যাবাদী। তিনি আরো বলেছেন, ব্রেনানের কথার পর যা এড়ানো যাবে না তা হচ্ছে জাতির মধ্যে ভীতি ছড়িয়ে পড়বে। মিকি জেড বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের বছর হিসেবে যে নানামুখী প্রচারণা চলছে ব্রেনান অনেকটা তার সঙ্গে মিল রেখেই বক্তব্য দিয়েছেন।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন